গাজীপুরে নতুন ট্রেন ও এসি বাস সার্ভিস চালু: জনদুর্ভোগ লাঘবে সরকারের আন্তরিক প্রচেষ্টা

Date: 2024-12-15
news-banner

জনদুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরে পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চার জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন এবং শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়।

ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালু করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "মহান বিজয় দিবস উপলক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ স্বল্প খরচে ও দ্রুত সময়ের মধ্যে ঢাকা ও গাজীপুরের মধ্যে যাতায়াত করতে পারবেন। জনদুর্ভোগ কমানোর লক্ষ্য নিয়ে আগামী স্বাধীনতা দিবসে ঢাকা-নরসিংদী-ঢাকা এবং ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও নতুন কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।"

অপরদিকে শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটি করিডোরে বিআরটিসির এসি বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়ে উপদেষ্টা বলেন, "বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।"

পথচারীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি অসমাপ্ত বিআরটি প্রকল্প দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার এবং ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষাংশে গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ গাজীপুরের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহাম্মদ ফাওজুল কবির খান।

এই নতুন উদ্যোগগুলো পরিবহন সেবা উন্নত করার পাশাপাশি জনজীবনে স্বস্তি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Leave Your Comments