কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নিহত

Date: 2025-02-20
news-banner
কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় ইশরাত জাহান লাবনী (৪০) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের এন এস রোডের মুঘল কুইজিন নামের একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয়নিহত ইশরাত জাহান লাবনী ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন জাফরের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মেয়ের সঙ্গে কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শহরের এন এস রোডের মুঘল কুইজিন রেস্তোরাঁর সামনে থেকে রাস্তা পার হচ্ছিলেন ইশরাত জাহান। এ সময় মজমপুর থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথা ও কানে আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, "রাত ৯টা ৫ মিনিটে সড়ক দুর্ঘটনায় আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আঘাতের কারণে ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।"
ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক আমানুর আমান বলেন, "এটি খুবই দুঃখজনক ঘটনা। অর্থ ও হিসাব বিভাগ থেকে তাঁকে তথ্য ও জনসংযোগে সহকারী রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছিল। বুধবার তাঁর যোগদান করার কথা ছিল, কিন্তু তিনি কোনো কারণে আসতে পারছেন না বলে মুঠোফোনে জানিয়েছিলেন।"
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, "একজন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর পাওয়ার পর আমরা হাসপাতালে উপস্থিত হই। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

Leave Your Comments