মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত, পাঁচজন আটক

Date: 2025-02-20
news-banner

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুইজন সন্ত্রাসী নিহত হয়েছেন। একই অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে চাঁদ উদ্যানের লাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটে বলে তিনি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটালিয়ানের এক কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনীর কাছে তথ্য আসে যে চাঁদ উদ্যানের লাউতলায় একদল শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এরপরই সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযানে যায়।

অভিযানের সময় যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। দুই থেকে তিন মিনিট গোলাগুলি চলার পর পাঁচজন সন্ত্রাসী আত্মসমর্পণ করে। তবে তাদের দুই সহযোগী সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও কিছু গুলি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় যৌথবাহিনীর কেউ হতাহত হয়নি।

নিহত দুইজনের পরিচয় এখনো জানা যায়নি। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌথবাহিনী জানিয়েছে, নিহত ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

Leave Your Comments