কুয়েটে হামলার প্রতিবাদে ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

Date: 2025-02-18
news-banner

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাকির হোসেন মঞ্জু বলেন,
"আবার যদি কেউ ছাত্রলীগের মতো ফিরে আসতে চায়, যদি কেউ আমাদের ভাইদের ওপর হামলা করে, তবে তাদেরকে প্রতিহত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার রাজপথে নামবে। নতুন বাংলাদেশে ছাত্রলীগের স্টাইল ও ফ্যাসিবাদী কায়দায় হামলা চলবে না।"

সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন,
"জুলাই-আগস্টে আমরা যে নির্মম নিপীড়নের মধ্য দিয়ে লড়াই করেছি, সেই নির্যাতন আবার ফিরে এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলা করে অনেকে তা বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা আর জাহেলি আমলে ফিরতে চাই না।"

তিনি আরও বলেন,
"যারা ছাত্রলীগের মতো আচরণ করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। এ দেশে স্ট্যাম্প, লাঠি ও রামদার রাজনীতি চলবে না। প্রয়োজন হলে আমরা আবারও একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি।"

আরিফ সোহেল তার বক্তব্যে ৫ আগস্টের প্রসঙ্গ টেনে বলেন,
"পাঁচ আগস্টের পরে দেশের প্রতিটি মানুষের জান ও মাল হারাম হবে। কারও জান ও মালের ক্ষতি করার অধিকার নেই। আমরা পাঁচ আগস্টের পূর্বের বাংলাদেশে ফিরতে চাই না। আমাদের ভাই-বোনেরা অহেতুক শহিদ হননি, তাদের রক্তের দায় আমাদের ওপর। যারা ছাত্রলীগের কায়দায় হামলা করে তা বৈধতা দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা জানিয়েছেন, যদি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা পুনরায় ঘটে, তবে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে তারা প্রতিরোধ গড়ে তুলবে। সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরও কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঢাকার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave Your Comments