পিরোজপুরে বিএনপির সহযোগী সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, আহত ৫

Date: 2025-02-16
news-banner

 পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় বিএনপির সহযোগী সংগঠন তাঁতী দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ওয়াইফাই সংযোগের তার কেটে নেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত হন—
জেলা তাঁতী দলের সদস্য সচিব মানিক হাওলাদার
স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজী
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিব হোসেন
তাঁতী দলের নেতা হাসান

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে

স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দুরকানী বাজারের ইন্টারনেট ব্যবসায়ী নজরুল ইসলাম খানের ওয়াইফাই সংযোগের তার কেটে নেওয়ার খবর পেয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজী ঘটনাস্থলে যান। সেখানে জেলা তাঁতী দলের নেতা মানিক হাওলাদারের সমর্থকদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে পাঁচজন নেতাকর্মী আহত হন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু বলেন, "আহত নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সুস্থ হলে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “সংঘর্ষের ঘটনা শুনেছি, তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave Your Comments