নির্বাচনে ক্ষমতা অপব্যবহারের চেষ্টা হলে গণবিপ্লব হবে: সারজিস আলম

Date: 2025-02-16
news-banner

 আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেউ যদি ক্ষমতা অপব্যবহারের চেষ্টা করে, তাহলে দেশে আরেকটি গণবিপ্লব দেখা দেবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁও উপজেলা শাখা আয়োজিত ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ফেব্রুয়ারি মাসেই নতুন রাজনৈতিক দল ঘোষণার মাধ্যমে ছাত্র আন্দোলন একটি নতুন ধাপে প্রবেশ করবে। তিনি বলেন, "যদি কোনো রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ৩০০ আসনও পায়, এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে।"

নতুন গঠিত দলটি সম্পর্কে তিনি বলেন, "ফ্যাসিস্টবিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, তা সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে।"

সারজিস আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বলেন, "খুনি হাসিনা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সে শুধু নিজের মুখেই না, দলের নেতাকর্মীদের মুখেও চুনকালি মাখিয়েছে।" এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহামুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, সদস্য অনিক খাঁন সিয়ামসহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মী, শহীদ পরিবার ও আহতরা।

আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তারা বলেন, নতুন রাজনৈতিক দল গঠন ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের মাধ্যমে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য।

Leave Your Comments