বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখে। ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, "আমাদের প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে। যদিও এখনো দলীয়ভাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি, তবে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হচ্ছে। এই সংক্রান্ত খবর গণমাধ্যমে আসছে।"
তিনি আরও বলেন, "নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা সাংগঠনিকভাবে প্রস্তুত। দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে জামায়াত জনগণের রায় নিয়ে নির্বাচনে ভালো ফলাফল করবে।"
জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ একটি দল হিসেবে অবস্থান করছে। নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিলের কারণে দলটি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারছে না। তবে স্বতন্ত্র প্রার্থী বা অন্য কোনো প্ল্যাটফর্মে অংশগ্রহণের পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, "আমরা নির্বাচন কমিশনের কাছে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছি। আশা করি, কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।"