পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সাংবিধানিক সংস্থাটি নিজস্ব ছাপাখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে প্রশ্নপত্র মুদ্রণের জন্য বাইরের কোনো সংস্থার ওপর নির্ভর করতে না হয়।
পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, ‘প্রশ্নফাঁসের মতো ঘটনাগুলো যেন পুনরায় না ঘটে, সেজন্য আমরা নিজস্ব ছাপাখানা তৈরির প্রস্তাব সরকারকে জানিয়েছি। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলে, এটি আমাদের প্রধান কার্যালয়েই নির্মাণ করা হবে।’
নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই প্রশ্নফাঁস রোধে বিভিন্ন উদ্যোগ নেয়, যার মধ্যে ছাপাখানা নির্মাণ অন্যতম।
পিএসসির একটি সূত্র জানিয়েছে, নিজস্ব ছাপাখানা নির্মাণের পরিকল্পনাটি বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। অনুমোদন পেলে, পিএসসি ক্যাডার ও নন-ক্যাডারসহ সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র নিজস্ব প্রেস থেকে ছাপাতে পারবে।
একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি পরিকল্পনা কমিশনের সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। এরপর প্রি-একনেক এবং একনেকে অনুমোদনের পর কাজ শুরু হবে।’
প্রস্তাবিত ছাপাখানার অবকাঠামোজানা গেছে, পিএসসি ভবনের ক্যান্টিন এলাকায় ‘সিকিউরিটি প্রিন্টিং প্রেস’ নামে এই ছাপাখানার নকশা করা হয়েছে। এ সংক্রান্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রশ্নফাঁস রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহারপিএসসি চেয়ারম্যান আরও বলেন, ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে পিএসসির কর্মকাণ্ডকে আরও নির্ভরযোগ্য ও স্বচ্ছ করার পরিকল্পনা করা হয়েছে। নিজস্ব ছাপাখানা বাস্তবায়িত হলে প্রশ্নফাঁসের ঝুঁকি কমবে এবং পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত হবে।’
এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে পিএসসির সকল পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণ নিরাপদভাবে মুদ্রণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।