বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদির মৃত্যুবার্ষিকী আজ

Date: 2025-02-13
news-banner
 আজ ১৩ ফেব্রুয়ারি, বাংলা চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনের কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদির ১২তম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন, রেখে যান অসংখ্য দর্শকের ভালোবাসা ও স্মরণীয় অভিনয়।
একজন কালজয়ী অভিনেতাহুমায়ূন ফরীদি তার অভিনয় দক্ষতা ও শক্তিশালী চরিত্রচিত্রণের জন্য বাংলা নাটক ও চলচ্চিত্র জগতে এক বিশেষ স্থান দখল করে আছেন। ১৯৮০-এর দশকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ‘সংশপ্তক’ নাটকের কানকাটা রমজান চরিত্রটি তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
চলচ্চিত্রেও তার অসাধারণ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। দহন (১৯৮৫), শ্যামল ছায়া (২০০৪), মাতৃত্ব (২০০৪) সহ অসংখ্য চলচ্চিত্রে তিনি অনবদ্য অভিনয় করেন। মাতৃত্ব চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সম্মান ও স্বীকৃতিবাংলাদেশ সরকার ২০১৮ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। তার অবদান বাংলা নাটক ও চলচ্চিত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ভক্ত, সহকর্মী এবং দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সামাজিক মাধ্যমে ও নানা অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আজ তার স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে।
হুমায়ূন ফরীদি বাংলা অভিনয় জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার অনুপস্থিতি অপূরণীয় হলেও, তার শিল্পকর্ম চিরকাল দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে।

Leave Your Comments