স্কুলছাত্রী স্বর্ণা আক্তারের আত্মহত্যা: কেন্দুয়ায় শোকের ছায়া

Date: 2025-02-11
news-banner
 নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় স্বর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুখিয়ারগাতী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত স্বর্ণা আক্তার ঐ গ্রামের রিকশা চালক বজলুর রহমানের মেয়ে এবং কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, স্বর্ণা কিছুদিন ধরে পড়াশোনার প্রতি অমনোযোগী ছিল। সোমবার দুপুরে তার মা এ বিষয়ে তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে বিকেলের দিকে রান্নাঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্বর্ণা।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম এবং পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার বলেন, "দুখিয়ারগাতী গ্রামের বজলুর রহমানের মেয়ে স্কুলছাত্রী স্বর্ণা আক্তারের আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।" তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান স্বর্ণা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।"

Leave Your Comments