আজ মঙ্গলবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা। দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৌদ্ধ ভিক্ষুদের মতে, এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধ তাঁর ভিক্ষু সংঘের কাছে নিজের মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেন। অর্থাৎ, তিনি মাঘী পূর্ণিমার দিন ঘোষণা করেছিলেন যে, তিন মাস পর শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে স্বীয় দেহত্যাগ করবেন। পরবর্তীতে সেই দিনেই তাঁর মহাপরিনির্বাণ সংঘটিত হয়।
এই কারণে, মাঘী পূর্ণিমা দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা বুদ্ধের অনিত্য ভাবনা করে, ইহকাল ও পরকালের সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য ধ্যান ও সমাধি চর্চা করে এবং জীবনকে শীলময়, ভাবনাময় ও বিশুদ্ধিপূর্ণ করার জন্য কঠোর সংকল্প গ্রহণ করে।
দিনটি উপলক্ষে ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, বনবিহার, আশুলিয়ার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সভা, উপাসনা, পূজা-অর্চনা, পিণ্ডদান ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বৌদ্ধ বিহারগুলোতে প্রভাতফেরি ও শান্তি প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে এবং শেষ হবে ১২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই সময়ের মধ্যে ধর্মীয় কার্যাবলী সম্পন্ন করবেন।