সুন্দরবনে মাছ ধরার সময় সাতক্ষীরার জেলে দেলোয়ার হোসেনের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিরল জাবা ভোলা মাছ। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামে মাছটি নিয়ে আসেন দেলোয়ার। মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা মাছটি ৩ লাখ ১২ হাজার টাকায় কিনে নেন।
জেলে দেলোয়ার হোসেন জানান, তারা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে মাছ ধরতে যান। গত বৃহস্পতিবার সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় জালে উঠে আসে এই বিশাল আকৃতির জাবা ভোলা মাছ।
জাবা ভোলা মাছের বিশেষত্ব সম্পর্কে বলা হয়, এর ফুলকো থেকে জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহার হয়। এই কারণেই বাজারে এর চাহিদা এবং মূল্য অত্যন্ত বেশি। বিরল এই মাছটির এমন উচ্চমূল্যে বিক্রি হওয়া জেলে ও ক্রেতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
মাছটি ধরা পড়ার খবর শোনা মাত্র স্থানীয়রা মাছটি দেখার জন্য ভিড় জমায়। জেলে দেলোয়ার হোসেন ও তার দলের জন্য এটি বড় একটি প্রাপ্তি বলে মন্তব্য করেন স্থানীয়রা।