ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে ওয়াশিংটনে জায়মা রহমান

Date: 2025-02-05
news-banner

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে পৌঁছান জায়মা রহমান। তিনি মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে না গিয়ে তার প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে মার্কিন কংগ্রেস ও সিনেটের সদস্যরা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ অনুষ্ঠান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হয়ে থাকেন। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Leave Your Comments