সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেফতার

Date: 2025-02-04
news-banner

 সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

র‍্যাব সূত্র জানায়, ডা. আব্দুল আজিজের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রক্রিয়া শেষে তাকে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডা. আব্দুল আজিজ বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

Leave Your Comments