সমতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপনে কাজ করছে অন্তর্বর্তী সরকার: তৌহিদ হোসেন

Date: 2024-12-14
news-banner

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, "আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে।" শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর রায়পুরা ও বেলাব উপজেলায় আলাদা দুটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তৌহিদ হোসেন বলেন, “ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুই পক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে প্রচণ্ড প্রোপাগান্ডা চলছে, যা একটি সার্বিক ষড়যন্ত্রের অংশ। আমরা এটি মোকাবিলার চেষ্টা করছি এবং যাঁরা আমাদের কথা শুনতে রাজি, তাঁদের সঙ্গে কথা বলছি। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি ঐক্যবদ্ধ, তাই এসব ষড়যন্ত্র বড় কোনো ক্ষতি করতে পারবে না।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা রাজনীতিবিদদের হাতে তুলে দেব।”

রায়পুরার উন্নয়ন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “এখানে তিনটি গ্যাস লাইনের সংযোগ থাকলেও পর্যাপ্ত গ্যাস নেই। একটি ইপিজেড তৈরি করা গেলে যুবকদের কর্মসংস্থান হবে। পাশাপাশি রায়পুরা রেলগেটের যানজট নিরসন, দুটি নতুন থানা নির্মাণসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

সভায় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, এমআরডিআই’র উপদেষ্টা সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর মো. খালিদ হোসেন, নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান, সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং রায়পুরা থানার ওসি আব্দুল জাব্বার।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা রায়পুরার সম্ভাবনা ও সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

Leave Your Comments