জারিয়া লোকাল ট্রেনে ডাকাতি: চার ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মুঠোফোন ও অস্ত্র উদ্ধার

Date: 2024-09-29
news-banner

ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়াগামী জারিয়া লোকাল ট্রেনে ডাকাতির ঘটনায় চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মুঠোফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ রেলওয়ে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলওয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ও রেলওয়ে গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকা থেকে চার তরুণকে আটক করা হয়। আটকরা হলেন—মো. রাশেদ (২২), মো. আকাশ মিয়া (২৫), মো. ইমন (২২) ও মো. হৃদয় (২০)।

আটককৃতদের কাছ থেকে দেশীয় চাকু, খুড়, স্টেপ গিয়ার চাকু, এবং ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়েছে। এসপি আনোয়ার হোসেন আরও জানান, আটক হওয়ার পর তাদের নিয়ে রাতভর অভিযান চালিয়ে লুণ্ঠিত তিনটি মুঠোফোন ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, গত ১৮ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে জারিয়া লোকাল ট্রেনটি ছাড়ার পর তারা ট্রেনে উঠে যাত্রীদের জিম্মি করে ডাকাতি চালায়। তাদের নেতা রাশেদ, যিনি ২০২১ সালে ডাকাতি ও হত্যা মামলায় তিন বছর জেলে থাকার পর দুই মাস আগে জামিনে মুক্ত হন, দলটি সংঘবদ্ধ করে ডাকাতির ঘটনা ঘটায়।

এসপি আনোয়ার হোসেন বলেন, জারিয়া লোকাল ট্রেনে ডাকাতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ট্রেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।


Leave Your Comments