মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, দুই যুবক আহত

Date: 2024-10-24
news-banner
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মো. ওমর (২০) এবং লিটন (৩০)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। আহত ওমরের বাড়ি কুমিল্লার লাকসাম থানার পাশাপুর গ্রামে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক এবং বর্তমানে বিহারী ক্যাম্পে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। তার বোন চাঁদনী জানান, সংঘর্ষ চলাকালে ককটেলের স্প্লিন্টার ওমরের শরীরে লাগে, যার ফলে তিনি গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংঘর্ষের কারণ এবং ঘটনার পেছনের মূল পরিকল্পনা খতিয়ে দেখছে পুলিশ।

Leave Your Comments