নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

Date: 2024-10-21
news-banner

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাক্স উইক্সের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং তা চমৎকার ও সন্তোষজনক হয়েছে। বৈঠকে নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল।

বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতির তুলনায় নিজেদের দেশে বিদ্যমান সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনে এই পদ্ধতি বিদ্যমান থাকায় তারা বাংলাদেশেও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর ব্যাপারে পরামর্শ দেন। তারা বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ, উন্নয়ন, অগ্রগতি ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে নরওয়ের ডেপুটি হেড অব মিশন মিস মারিয়ান রাবে ন্যাভেলসরুডও উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী থেকে উপস্থিত ছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।


Leave Your Comments