দেশের মানুষ দীর্ঘদিনের স্বৈরাচারী দুঃশাসনের পর শান্তি ও স্বস্তি চায়, আর সেই চাহিদা পূরণে জামায়াতে ইসলামীই সক্ষম বলে দাবি করেছেন দলটির নায়েবে আমির আ. ন. ম শামসুল ইসলাম। শনিবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামসুল ইসলাম অভিযোগ করেন, “আওয়ামী স্বৈরাচার ১৫ বছর জনগণের ওপর চেপে বসেছিল। কিন্তু আল্লাহর রহমত যখন আসে, তখন শয়তানি শক্তি পালাতে বাধ্য হয়। ন্যায়ের জন্য যারা লড়াই করে, তাদের বিজয় নিশ্চিত। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই।”
সাবেক সংসদ সদস্য শামসুল ইসলাম আরও বলেন, “তরুণ প্রজন্মকেও রাজাকার সাব্যস্ত করা হয়েছিল। তাদের দমন করতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আবু সাঈদের মতো তরুণরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন। তরুণদের এই ত্যাগের মাধ্যমেই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।”
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করা হয়েছে এবং বহু নেতাকর্মীকে হত্যা, গুম, ও মামলার মাধ্যমে দমন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে দমানো যায়নি।
শামসুল ইসলাম দাবি করেন, “এখন দেশের মানুষ জামায়াতে ইসলামীর সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে। আওয়ামী লীগের অপপ্রচার ব্যর্থ হয়েছে। জনগণের সামনে জামায়াতে ইসলামী সম্পর্কে ধারণা এখন দিবালোকের মতো স্পষ্ট।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন ।