জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘অধিকারের নামে বাড়াবাড়ি হচ্ছে কি না, সজাগ থাকতে হবে’

Date: 2024-11-01
news-banner
রাজধানী ঢাকায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমিরের শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তিনি প্রধান অতিথির বক্তব্যে জানান, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টায় কিছু চক্র সক্রিয় রয়েছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, “অধিকারের নামে কোনো পক্ষ বাড়াবাড়ি করছে কি না, তা খতিয়ে দেখতে হবে। বিশেষ করে স্বৈরাচারের পতন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলার অবনতি কোনো মহলের উস্কানিতে হচ্ছে কি না, তাও সরকারের দেখার প্রয়োজন আছে।” তিনি জোর দিয়ে বলেন, খুন, গুম, ধর্ষণ বা অন্য কোনো অপরাধের ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করলে অপরাধ প্রবণতা কমবে।

দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করে তিনি বলেন, "সিন্ডিকেট ভাঙার জন্য জনগণ ও অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে জামায়াত।" দেশের যেকোনো প্রয়োজনেই জামায়াত সহায়তা করবে বলে আশ্বাস দেন তিনি।

সাম্প্রতিক জুলুম ও প্রতিহিংসার শিকার হয়ে জামায়াত নেতাদের জীবনহানির প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। তবে প্রতিহিংসা থেকে দূরে থাকতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।” একইসঙ্গে, জামায়াত কোনো বিচারবহির্ভূত হত্যা সমর্থন করে না বলে স্পষ্ট করেন তিনি।

জাতীয় ইস্যুতে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যের ওপর জোর দেন জামায়াতের আমির।

Leave Your Comments