জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)

Date: 2024-10-07
news-banner
সরকার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর ফলে তিনি অর্থ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মনিরুল হুদাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এই পদোন্নতি ও রদবদল সরকারি প্রশাসনের বিভিন্ন স্তরে দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Leave Your Comments