যাবজ্জীবন সাজা এড়াতে রাজমিস্ত্রির ছদ্মবেশ, তবুও ইয়াবা কারবারে ধরা পড়লেন কিরণ

Date: 2024-11-16
news-banner

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মাদক কারবারি মো. কিরণ (৩৯) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। শনিবার (১৬ নভেম্বর) ভোরে কুমিল্লার লাকসাম থেকে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কিরণ মিরওয়ারিশপুর ইউনিয়নের ভোলা বাদশা গ্রামের আবু তাহেরের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন। ২০২০ সালে নারায়ণগঞ্জ থানায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সাজা এড়াতে কিরণ আত্মগোপনে চলে যান এবং লাকসামে রাজমিস্ত্রির পেশা বেছে নেন। তবে এই পেশার আড়ালে তিনি ইয়াবা কারবারি চালিয়ে যান। পুলিশি তদন্তে তার কার্যক্রমের খবর নিশ্চিত হলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, "যাবজ্জীবন সাজা এড়ানোর জন্য কিরণ পেশা পরিবর্তনের ছদ্মবেশ নিয়েছিলেন। কিন্তু মাদক কারবার থেকে তিনি বিরত থাকেননি। এছাড়াও তার নামে পাঁচ বছর ও তিন বছরের পৃথক সাজা রয়েছে। তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে।"

এ অভিযানে বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস, এসআই ফিরোজ, এসআই সুদীপ্ত এবং সঙ্গীয় ফোর্স অংশ নেন। পুলিশের সফল অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা করা হচ্ছে।

Leave Your Comments