ইতালিতে যেতে আগ্রহীদের জন্য সুখবর: শিগগিরই সমাধান হবে ভিসা পেন্ডিং সমস্যা

Date: 2024-10-02
news-banner

 ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিলেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি আশ্বাস দিয়েছেন, ইতালির কাজের ভিসার জন্য অপেক্ষমাণ যেসব বাংলাদেশি কর্মীর ভিসা পেন্ডিং রয়েছে, তা দ্রুত সমাধান হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রদূত ভিসা প্রক্রিয়ায় দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের জন্য দূতাবাসের কর্মীরা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে ইতালির আগ্রহ প্রকাশ করেন এবং উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত আরও বলেন, ইতালিতে ক্ষুদ্র ব্যবসা, শিল্প, এবং চলচ্চিত্র নির্মাণ খাতে প্রবাসী বাংলাদেশিদের সাফল্য প্রশংসনীয়। উভয় দেশের পারস্পরিক আর্থ-সামাজিক উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও সুষ্ঠুভাবে অভিবাসন প্রক্রিয়া অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উভয়পক্ষ শিগগিরই নিয়মিত অভিবাসন নিশ্চিত করার জন্য একটি দ্বিপাক্ষিক অভিবাসন সংক্রান্ত কাঠামো গঠনের ব্যাপারে সম্মত হয়েছেন।

Leave Your Comments