ইসরায়েলের বিমান হামলা লেবাননে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬

Date: 2024-09-24
news-banner

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ জনে। নিহতদের মধ্যে ২৪ জন শিশু, ৩৯ জন নারী এবং দুইজন প্যারামেডিক সদস্য রয়েছেন। এছাড়া, আহতের সংখ্যা ১৬৪৫ ছাড়িয়ে গেছে।

গত কয়েকদিন ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ ও হামলা পালটা হামলার ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ ও পূর্ব লেবাননে বেশ কয়েক দফায় বিমান হামলা চালায়। এই হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং ওইসব এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ লক্ষ্য করা যায়।

ইসরায়েলি বাহিনীর এই বিমান হামলা ও হিজবুল্লাহর পালটা প্রতিরোধ লেবাননের সাধারণ মানুষকে কঠিন অবস্থার মুখোমুখি দাঁড় করিয়েছে। পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, এবং সংঘাতের সমাধান নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।


Leave Your Comments