ইরানি মিসাইল হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ: হিজবুল্লাহ কর্মকর্তার দাবি

Date: 2024-10-02
news-banner

 লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন যে, দখলদার ইসরায়েলের উপর ইরান থেকে চালানো মিসাইল হামলা সফল হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা দাবি করেন, ইরানের মিসাইল ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছে। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে বলেন, এই হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে।

ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলের ঘাঁটিতে আঘাত হানার পরপরই, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলেও তা সেগুলো ঠেকাতে ব্যর্থ হয় বলে তিনি জানান। ইসরায়েলের পক্ষ থেকে এখনও এই হামলার প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। হিজবুল্লাহ কর্মকর্তা দাবি করেন, ইসরায়েল সাধারণত এমন ক্ষয়ক্ষতির ঘটনা গোপন রাখার চেষ্টা করে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, ইরানি মিসাইলের আঘাতে পশ্চিমতীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে ফিলিস্তিনি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওই ফিলিস্তিনি ইরানের মিসাইল নয় বরং ইসরায়েলের প্রতিরক্ষা রকেটের আঘাতে প্রাণ হারিয়েছেন।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং ইসরায়েল-ইরান সম্পর্কের ক্ষেত্রে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

Leave Your Comments