ইসলামের পূর্ণাঙ্গ আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহ অভিযান শুরু

Date: 2024-10-07
news-banner
ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকার জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং তারা সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলনের সদস্যপদ গ্রহণ করেন। তারা সরাসরি পীর চরমোনাইয়ের হাতে ফরম জমা দেন। এসময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সারাদেশে দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

পীর চরমোনাই বলেন, "ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে আনার জন্য আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। বর্তমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল জনগণের সামনে তুলে ধরতে হবে। যদি ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠিত না থাকে, তবে দেশ ও মানুষের দূরাবস্থা কেমন হতে পারে তা আমরা অতীতে স্পষ্টভাবে দেখেছি। এখন সময় এসেছে ইসলামের কল্যাণকর দিকগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার।"

তিনি আরও বলেন, "ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের প্রতিটি ঘরে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ পৌঁছে দিতে বদ্ধপরিকর। এজন্য প্রতিটি নেতাকর্মীকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং ইসলামের বিধান প্রতিষ্ঠার জন্য জনগণকে সাথে নিয়ে একযোগে কাজ করতে হবে।"

এ সদস্য সংগ্রহ অভিযান চলমান থাকবে এবং সারাদেশের প্রতিটি অঞ্চলে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

Leave Your Comments