ইসলামী আন্দোলনের সমাবেশে ফয়জুল করীম: "ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই, কিন্তু রাজনৈতিক দলগুলোর বেইমানি"

Date: 2024-11-13
news-banner

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম মঙ্গলবার (১২ নভেম্বর) নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত গণ সমাবেশে রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বলেন, "যে ফ্যাসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে, চিহ্নিত এক রাজনৈতিক দল এখন তাদের সঙ্গে হাত মিলিয়ে শহীদদের সাথে বেইমানি করছে।" ফয়জুল করীমের বক্তব্যে তিনি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখেন না, উভয় দলকেই ক্ষমতার জন্য ব্যস্ত হিসেবে আখ্যায়িত করেন।

তিনি আরও বলেন, "এদেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে। অথচ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হচ্ছে বিদেশি চাটুকারদের, যারা ইসলাম ও দেশের শত্রু। দেশের সাধারণ মানুষ এ ধরনের সিদ্ধান্ত মেনে নেবে না।"

নওগাঁ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই গণ সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির আব্দুল হক আজাদ এবং কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

Leave Your Comments