ঢাকা মহানগর হেফাজতে ইসলাম আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। এই কর্মসূচি আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদ এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে আয়োজিত হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরে জামিয়া রাহমিয়া আরাবিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
বৈঠকে হেফাজতের নেতারা অভিযোগ করেন, দেশের একটি পরাজিত শক্তি হিন্দু সম্প্রদায়ের কিছু অংশকে ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। তারা দাবি করেন, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা এ ধরনের ষড়যন্ত্রেরই অংশ। তারা আরও বলেন, এ ঘটনা দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করার অপচেষ্টা।
বৈঠকে হেফাজতের নেতারা ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান এবং দেশবাসীকে সাম্প্রদায়িক উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি বশিরুল্লাহ, মুফতি মুনির হুসাইন কাসেমী প্রমুখ।
হেফাজত নেতারা দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।