চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসে এই মিছিল হয়। শিক্ষার্থীরা হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানান।
বিক্ষোভ মিছিলের সময় শিক্ষার্থীরা “নিষিদ্ধ ইসকন নিষিদ্ধ”, “আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই”, “ইসকনের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও” এবং “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই” স্লোগান দিতে থাকেন।
সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বলেন, “উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চক্রান্ত চালাচ্ছে। তারই প্রতিফলন ঘটেছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডে। এই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।”
শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, “ভারত আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে। ইসকন এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। আমরা চাই এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক এবং সাইফুল ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি জুনায়েদ মাসুদ বলেন, “ইসকন দীর্ঘদিন ধরে ভারতের মদদে অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তাদের কার্যকলাপ উদ্বেগজনক। আমরা শান্তি চাই এবং দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করে দিতে ঐক্যবদ্ধ থাকব। সাইফুল ভাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।”
শিক্ষার্থীরা চট্টগ্রামে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা দেশের ভেতরে চক্রান্তকারী যেকোনো সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।