ইসকন সমর্থকদের হামলায় আইনজীবীর মৃত্যু

Date: 2024-11-26
news-banner

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। সংঘর্ষে আহত আরও ৭-৮ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল জানান, নিহত সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন এবং পরবর্তীতে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।

অ্যাডভোকেট মোক্তার উদ্দিন সাগর জানান, "আমার চোখের সামনেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হামলাকারীরা কোপায়। এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক।"

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিবেদিতা ঘোষ বলেন, "আদালত প্রাঙ্গণের সংঘর্ষে আহত সাতজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত সাইফুল ইসলামের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, যা মৃত্যুর কারণ হতে পারে।"

এই সহিংস ঘটনার পর চট্টগ্রাম আইনজীবী সমিতি ও স্থানীয় প্রশাসন দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আদালত প্রাঙ্গণে সংঘর্ষের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Leave Your Comments