ইসকনবিরোধী পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজারী গলিতে বিক্ষোভ: পুলিশের ওপর এসিড হামলা, আহত ৬

Date: 2024-11-06
news-banner

 ফেসবুকে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সম্পর্কে একটি বিতর্কিত পোস্ট শেয়ার করার জেরে চট্টগ্রামের হাজারী গলি এলাকায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর এসিড নিক্ষেপে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, এছাড়া ইট-পাথরের আঘাতে আরও পাঁচজন পুলিশ সদস্য আহত হন।

মঙ্গলবার বিকেলে হাজারী গলি এলাকায় বিক্ষোভ শুরু হয়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে। এসিডে আহত পুলিশ সদস্যের নাম ফয়েজ, এবং তাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ইট-পাথরের আঘাতে আরও পাঁচজন পুলিশ সদস্য সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গণি নামে স্থানীয় এক ব্যবসায়ী সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে ইসকনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করেন। এই পোস্টে সংক্ষুব্ধ হয়ে কিছু লোকজন তার দোকান ভাঙচুর করে এবং তাকে আক্রমণের চেষ্টা চালায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, ওসমান গণির পোস্ট নিয়ে উত্তেজিত লোকজন তাকে আক্রমণ করতে গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই সময়ে সংঘর্ষ বাধে এবং পুলিশ সদস্যরা আক্রমণের শিকার হন।

ডিসি রইছ উদ্দিন বলেন, “যারা এই ঘটনায় জড়িত তাদের আটক করতে অভিযান চলছে এবং পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ঘটনার পেছনে প্রকৃত কারণ নির্ণয় করতে তদন্ত চলছে, এবং যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশ ও সেনাসদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Leave Your Comments