ইরান-ইসরায়েল সংঘাত: রাশিয়ার সতর্কতা ও উত্তেজনার বৃদ্ধি
Date: 2024-10-18
ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান, যা অঞ্চলটিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের এই হামলার পর থেকেই পাল্টা হামলার আশঙ্কায় উদ্বিগ্ন তেহরান এবং রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের কোনো হামলা গ্রহণযোগ্য হবে না এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, “আমরা বারবার সতর্ক করেছি যে, ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর হামলা একটি বিপর্যয়কর পদক্ষেপ হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, ইসরায়েলকে এ ধরনের হামলা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এদিকে, ইসরায়েলি কর্মকর্তারা এখনও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধাগ্রস্ত রয়েছেন, যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে শান্ত রাখতে চেষ্টা করছে।
লেবাননে, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের লাবোউনে একটি স্মৃতিস্তম্ভে পতাকা উত্তোলন করেছে, যা ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের স্মারক। এই ঘটনা নতুন উত্তেজনার সৃষ্টি করেছে, কারণ লাবোউন এলাকা দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর প্রভাবাধীন।
ইসরায়েলি সেনাদের পতাকা উত্তোলনের সময় উল্লাস ও উদযাপন করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তাদের শক্তি ও উপস্থিতি প্রকাশের প্রতীক হতে পারে।
এই পরিস্থিতি ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, এবং আন্তর্জাতিক পর্যায়ে এর পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more