মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মামে মাদক পাচারের দায়ে ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসপিএ জানায়, গোপনে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছয় ইরানি নাগরিকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়। এ ঘটনার মাধ্যমে সৌদি সরকার মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানের বিষয়টি পুনরায় প্রমাণ করেছে।
এসপিএ তাদের প্রতিবেদনে জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের সঠিক সময় ও তারিখ উল্লেখ করা হয়নি। তবে এটি সৌদি আরবের উপসাগরীয় শহর দাম্মামে কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরব মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্য দীর্ঘদিন ধরে কঠোর আইন প্রয়োগ করে আসছে। দেশটির আইন অনুযায়ী, মাদক চোরাচালান, হত্যা এবং সন্ত্রাসবাদসহ বেশ কয়েকটি অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়।