রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে সৌদিতে মার্কিন-রুশ বৈঠক, আমন্ত্রিত নন ইউক্রেন

Date: 2025-02-18
news-banner

সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এই আলোচনায় অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদল, তবে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে।

ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর সঙ্গে রয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং পশ্চিম এশিয়া বিষয়ক দূত স্টিভ উইটকফ। অপরদিকে, রাশিয়ার পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভও প্রতিনিধিদলে রয়েছেন।

এই আলোচনায় আমন্ত্রণ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার জানান, তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। তিনি স্পষ্টভাবে বলেছেন, বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা না করে তাঁরা রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় বসতে চান না।

তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার সৌদিতে যাচ্ছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে পারেন।

পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়জ়ল বিন ফারহান আল-সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবানের উপস্থিতিতে মঙ্গলবার যুদ্ধবিরতি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

এদিকে, রবিবার রাতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে ইতি টানার লক্ষ্যে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প দাবি করেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পুতিন ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং তাঁদের মুখোমুখি বৈঠক শিগগিরই হবে।

এর পর সোমবার ক্রেমলিনের তরফে জানানো হয়, রাশিয়া বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছে।

Leave Your Comments