ভারতে আশ্রিত শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় জনমত বিভক্ত,৫০.২ শতাংশ ভারতীয় চান না শেখ হাসিনা ভারতে থাকুক

Date: 2025-02-17
news-banner
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার একাধিকবার তাকে ফেরত চাইলেও এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। তবে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক জরিপ পরিচালনা করেছে, যেখানে শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে ভারতীয়দের মতামত নেওয়া হয়েছে। ‘মুড অব দ্য ন্যাশন’ শিরোনামের এই জরিপে দেখা যায়, ৫০.২ শতাংশ ভারতীয় চান না শেখ হাসিনা ভারতে থাকুক। তাদের মতে, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক অথবা অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হোক।
জরিপে আরও দেখা যায়, ২১.১ শতাংশ ভারতীয় মনে করেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭১ শতাংশ মানুষ একই মত পোষণ করেন। তবে ২৯.১ শতাংশ ভারতীয় মনে করেন, হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠানো যেতে পারে।
এদিকে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার ব্যাপক দমন-পীড়ন চালিয়েছিল বলে জাতিসংঘের এক তথ্যানুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে ব্যবহার করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছিল। এতে বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার গুলি, গ্রেপ্তার, নির্যাতন এবং চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
সরকারি ও বেসরকারি বিভিন্ন সূত্র মতে, সেই সময় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশ শিশু ছিল বলে জানা গেছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। এছাড়াও ১১ হাজার ৭০০-এর বেশি মানুষকে র‍্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছিল।
বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ভারত সরকার এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

Leave Your Comments