সুইডেনের স্কুলে ভয়াবহ গুলিবর্ষণ, নিহত ১০

Date: 2025-02-05
news-banner
সুইডেনের একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী আগে তাদের পরিচিত ছিল না এবং তাৎক্ষণিকভাবে তাকে শনাক্তও করা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, বিকেল গড়াতেই স্কুল ভবনের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও শিক্ষকরা নিরাপদ আশ্রয় খুঁজতে ছুটোছুটি শুরু করেন। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকর্মীরা। তারা ভবনের ভেতরে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের মধ্যে চারজনকে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে আপাতত খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কর্তৃপক্ষ হামলার ঘটনার পরপরই এলাকাবাসীকে স্কুলটি থেকে দূরে থাকার আহ্বান জানায়। পাশাপাশি আশপাশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরেই রাখা হয়েছে।
স্কুলের এক শিক্ষার্থী বলেন, "আমরা ক্লাসে ছিলাম, তখন হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। সবাই দৌড়ে পালানোর চেষ্টা করছিল। কেউ জানত না আসলে কি ঘটছে। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।"
আরেকজন শিক্ষক জানান, "এমন ঘটনা কখনো কল্পনাও করিনি। এটা আমাদের জন্য চরম দুঃখজনক ও ভীতিকর।"
এই হামলার ঘটনায় সুইডেনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং পুলিশ ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা খতিয়ে দেখছে।

Leave Your Comments