ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারি, ইইউ’র পাল্টা সতর্কতা

Date: 2025-02-03
news-banner

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ইইউ-এর ২৭টি সদস্য রাষ্ট্র সাম্প্রতিক সময়ে আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেনি। তাই এই দেশগুলোর ওপরও শুল্ক বসানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে ট্রাম্প প্রশাসন কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপ করেছে, যা নিয়ে ওই দেশগুলো আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখন ইউরোপের বিরুদ্ধে ‘বাণিজ্যিক যুদ্ধ’ শুরু করলে তা আমেরিকার অর্থনীতির জন্য খুব একটা সুবিধাজনক হবে না।

একটি অনুষ্ঠানে ট্রাম্পকে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি ইইউ-এর উপর শুল্ক আরোপ করতে চলেছি কি না জানতে চাইছেন? অবশ্যই। ইইউ আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে।"

ইইউ-এর প্রতি ট্রাম্পের অসন্তোষ নতুন কিছু নয়। ২০২৪ সালের ডিসেম্বরেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করে বলেছিলেন, "আমেরিকার সঙ্গে ইউরোপের বাণিজ্যে ঘাটতি রয়েছে। আমি ইইউ-কে বলেছি, এই ঘাটতি দ্রুত পূরণ করতে হবে। আমাদের কাছ থেকে আরও বেশি খনিজ তেল এবং গ্যাস কিনতে হবে ইইউ-কে। না হলে শুল্ক আসছে।"

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প তার বাণিজ্য নীতিতে কড়াকড়ি আরোপ করতে শুরু করেছেন। কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে তিনি তার কঠোর অবস্থান স্পষ্ট করেছেন। এবার ইইউকেও একই ধরনের হুঁশিয়ারি দিলেন তিনি।

ইইউ-এর মুখপাত্র ট্রাম্পের মন্তব্যের জবাবে বলেন, "কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর আমেরিকার শুল্ক আরোপের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। যে কোনো শুল্ক অর্থনীতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এবং মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তোলে। ইউরোপের পণ্যের ওপর অযথা শুল্ক বসানো হলে আমরাও কঠোর প্রতিক্রিয়া জানাবো।"

এ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা সোমবার একটি বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। শুল্ক ইস্যুতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়বে কিনা, তা এখন সময়ই বলে দেবে।

Leave Your Comments