উত্তরপ্রদেশের বাগপাত জেলার একটি ব্যস্ত রাস্তায় দুই কিশোরীর চুল টানাটানি, কিল-ঘুষি ও লাথি মারার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজ্যের সিংওয়ালি থানার আমিনগর সরাই টাউনে এ ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাগপাতের স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ুয়া দুই কিশোরী একই ছেলেকে পছন্দ করত। ছেলেটি একই স্কুলের ছাত্র এবং প্রায়ই দুই কিশোরীর সঙ্গে কথা বলত। এই বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে দুই কিশোরীর মধ্যে মনোমালিন্য শুরু হয়, যা শেষ পর্যন্ত রাস্তায় মারামারিতে রূপ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্কুলের ইউনিফর্ম পরা দুই কিশোরী ব্যস্ত রাস্তায় একে অপরের চুল ধরে টানাটানির পাশাপাশি পাল্টাপাল্টি কিল-ঘুষি ও লাথি মারছে। ঘটনাটি দেখে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও পথচারীরা তাদের থামানোর চেষ্টা করে, তবে তাতে খুব একটা সফলতা মেলেনি।
সিংওয়ালি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, "ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা এ ঘটনায় তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, একই ছেলেকে পছন্দ করার বিষয়টি নিয়ে দুই কিশোরীর মধ্যে এর আগেও একাধিকবার বাগবিতণ্ডা হয়েছিল। তবে এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ এই ঘটনাকে কিশোরদের আবেগ ও বয়ঃসন্ধির ফল হিসেবে দেখছেন, আবার অনেকেই এ ধরনের আচরণের সমালোচনা করছেন।
পুলিশ জানিয়েছে, দুই কিশোরী এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলা হবে। এ ছাড়া ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা সমাজে তরুণদের মানসিক বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মনোযোগ দেওয়ার গুরুত্বের ওপর নতুন করে আলো ফেলেছে।