আরএসএস-এর ঘোষণা: বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে ১০ ডিসেম্বর

Date: 2024-12-08
news-banner

ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কথিত নিপীড়নের অভিযোগে আগামী ১০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে দাবি করেছে আরএসএস।

দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আরএসএস-এর দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ-প্রধান রজনীশ জিন্দাল জানান, "বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। এ বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিবাদ মিছিলের আয়োজন করা হচ্ছে।"

জিন্দাল আরও জানান, মিছিল শেষে বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে। একইসঙ্গে জাতিসংঘ, ইউএনএইচআরসি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত আরএসএস নেতারা দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সাবেক ভারতীয় হাইকমিশনার বীনা সিক্রি বলেন, "১৯৭১ সালের পর থেকে এখন পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এটি সবচেয়ে কঠিন সময়। হিন্দুদের জীবিকা, নিরাপত্তা, এবং মৌলিক অধিকারের উপর বারবার আঘাত হানা হচ্ছে।"

এছাড়া, ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সাবেক মহাপরিচালক রাজীব জৈন বলেন, "বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তাদের অধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।"

৯ ডিসেম্বর দিল্লির প্রতিটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচির প্রাথমিক পর্যায় শুরু হবে। এরপরে ১০ ডিসেম্বর বাংলাদেশের হাইকমিশনের সামনে পদযাত্রা ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

আরএসএস-এর এই ঘেরাও কর্মসূচি নিয়ে বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে কূটনৈতিক পর্যায়ে এ বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

আরএসএস-এর এই পদক্ষেপ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।

Leave Your Comments