প্রায় ১০ বছর পর পাকিস্তানে সফরে গিয়ে আজ মঙ্গলবার সকালে ইসলামাবাদে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর। তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে এই বিরল সফরে অংশ নিচ্ছেন। এর আগে ২০১৫ সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তান সফর করেছিলেন। প্রায় এক দশক পর ভারতের কোনো মন্ত্রী পাকিস্তানের মাটিতে পা রাখলেন।
জয়শঙ্কর ইতোমধ্যে স্পষ্ট করেছেন যে, এই সফরে তিনি শুধুমাত্র এসসিও সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন এবং পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে না। এটি আঞ্চলিক বৈঠকের একটি অংশ হলেও ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের প্রেক্ষিতে এই সফর বেশ তাৎপর্যপূর্ণ।
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্ক বিদ্যমান, যা ২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় পাকিস্তানভিত্তিক জঙ্গি হামলার পর থেকে আরও তিক্ত হয়েছে। ওই হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হয়, যার ফলে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে হামলা চালায়। এর পরেই, আগস্ট ২০১৯-এ, ভারত জম্মু-কাশ্মিরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে, যা পাকিস্তানের তীব্র বিরোধিতার মুখে পড়ে।
দুই দেশের সম্পর্কের এই তিক্ততার মধ্যেই জয়শঙ্করের পাকিস্তান সফর আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যদিও এর মূল লক্ষ্য এসসিও সম্মেলনে অংশগ্রহণ।