ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৪১ বাংলাদেশি গ্রেপ্তার

Date: 2024-10-22
news-banner

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার অভিযোগে ৪১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই রাজশাহী জেলার বাসিন্দা এবং তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

পুলিশের অভিযান ও গ্রেপ্তার
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এসডিপিও (ভগবানগোলা) উত্তম গড়াই জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কিছু বাংলাদেশি নাগরিক রানিতলা থানার নশিপুর-সাহেবনগর এলাকা দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ দল অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে এবং বাকিদের জেল হেফাজতের জন্য লালবাগ আদালতে তোলা হয়েছে।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে কাজ
পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। তাদের কাছে বৈধ কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই রাজমিস্ত্রির কাজ করতেন।

দালাল চক্রের সহায়তা
গত দুই বছর ধরে মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকার সীমান্ত দিয়ে এই বাংলাদেশিরা যাতায়াত করছিলেন বলে পুলিশ জানায়। তারা স্থানীয় দালালদের সহায়তায় জাল নথি তৈরি করে ভারতে প্রবেশ করতেন এবং সেখানে কাজ করতেন।

এ ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে প্রথমবারের মতো এত বড় আকারে ঘটেছে, যা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে।

সূত্র: পশ্চিমবঙ্গ পুলিশ, স্থানীয় সংবাদ মাধ্যম। 

Leave Your Comments