ভারতের অপতথ্য প্রচারে বাংলাদেশের ক্ষতি হবে না: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
Date: 2024-12-06
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত অপতথ্যে দেশের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের চিকিৎসা, বাজারসহ প্রয়োজনীয় সব কিছুই দেশের ভেতরেই রয়েছে।"
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, "সমগ্র পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীদের মধ্যে বাংলাদেশিরা দ্বিতীয় বৃহত্তম স্থান দখল করে আছে। এই খাত থেকে প্রতিবেশী দেশটি বিশাল অর্থনৈতিক লাভ করে। যদি তারা বাংলাদেশিদের ভারতে যেতে নিষেধ করে, তাহলে বাংলাদেশিরাও সেখানে যাবে না।"
তিনি আরও বলেন, "বাংলাদেশে ধর্মীয় বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে। ভারতের অপতথ্যে কান না দিয়ে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য সবাইকে আহ্বান জানাই।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত বলেন, "আমি গতবার কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করতে এসেছিলাম। বন্দরের স্ক্যানার মেরামতসহ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছিলাম। এবার সেগুলো কার্যকর হয়েছে কিনা এবং বন্দরের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করতে এসেছি।"
বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more