ইসলামের বিভিন্ন যুগে বড় বড় জ্ঞানী আলেমরাও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। হজরত আবদুর রহমান ইবনে আউফ মদিনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এবং তার মতো আলেমরা নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করেছিলেন। তাই ইমামদের শুধুমাত্র ইমামতি নয়, আত্মনির্ভরশীল হওয়ার দিকেও নজর দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (১ নভেম্বর) চট্টগ্রামের পাহাড়তলীর ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ২০২৪-২৫ অর্থবছরের নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের ১১৬১তম দলে প্রশিক্ষণার্থী ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "ইমামরা যদি আলেম সমাজের সঙ্গে সামঞ্জস্য রেখে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারেন, তবে তারা পরনির্ভরশীলতা থেকে মুক্ত হতে পারবেন। ইসলামের বিভিন্ন যুগের জ্ঞানীদের পদাঙ্ক অনুসরণ করে ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত হয়ে তারা নিজেদের আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারেন।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান। এছাড়াও বিভিন্ন আলেম, ওলামা এবং প্রশিক্ষণার্থী ইমামরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে ইমামদের সামাজিক দায়িত্ব পালন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা যায়।