আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো বিসিবি

Date: 2024-11-19
news-banner

আসন্ন আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বেশিরভাগ খেলোয়াড়ই আছেন এই দলে। শক্তিশালী দল গঠন করেই সিরিজে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।

আইরিশ নারী দল আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। বাকি দুই ওয়ানডে ম্যাচ হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর একই ভেন্যুতে।

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

এই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্বাগতিকরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বলে আশা করছে ক্রিকেট বিশ্লেষকরা।

Leave Your Comments