এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পূন:নিরীক্ষনের আবেদন শুরু আজ

Date: 2024-10-16
news-banner
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। বেলা ১১টার আগে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে কেউ যদি সন্তুষ্ট না হন, তাহলে তারা উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ বুধবার (১৬ অক্টোবর) থেকে এবং শেষ হবে ২২ অক্টোবর। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত ও ফি সংক্রান্ত তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave Your Comments