২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ড এবার নতুন পদ্ধতি গ্রহণ করেছে। আগের বছরগুলোর মতো কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই, এবার প্রত্যেক শিক্ষাবোর্ড থেকে আলাদাভাবে ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১টার দিকে ফল প্রকাশিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফল প্রকাশের জন্য এবার কেন্দ্রীয় কোনো অনুষ্ঠান হবে না। প্রতিটি বোর্ড নিজ নিজ অফিস থেকে ফলাফল প্রকাশ করবে। এই পদ্ধতির মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের বোর্ড অফিস, ওয়েবসাইট, এবং এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবেন।
তিনি আরও জানান, পরীক্ষার্থীরা আগের মতোই নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এটি শিক্ষাব্যবস্থার উন্নয়নে আরও সহজ ও সুশৃঙ্খল হবে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের ফলাফল দেখার জন্য সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।