আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হবে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। সোমবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার।
তিনি বলেন, “সব প্রস্তুতি শেষ হয়েছে। ১৫ অক্টোবর ফলাফল প্রকাশের জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চাওয়া হয়েছে। নির্দিষ্ট সময় অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে।”
এ বছর মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে দেশজুড়ে এইচএসসি, আলিম, ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর নির্দিষ্ট ওয়েবসাইটে, এছাড়া মোবাইল এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ থাকবে।
প্রতিবছর ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের মার্কশিট ও সনদ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারে।