এইচএসসি ফল পুনর্মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীদের সচিবালয়ে বিক্ষোভ

Date: 2024-10-23
news-banner

 চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ত্রুটি সংশোধনের দাবিতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করেছেন। বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে তারা সচিবালয়ে প্রবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন, "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই", "উই ওয়ান্ট জাস্টিস", "মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই", "তুমি কে আমি কে ছাত্র-ছাত্রী", "আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম" ইত্যাদি।

বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, তারা পরীক্ষায় ভালো লিখেছেন, কিন্তু বোর্ডের ফলাফল অসামঞ্জস্যপূর্ণ হয়েছে। কিছু শিক্ষার্থীকে ভালো ফল দেওয়া হয়েছে, আবার কিছু শিক্ষার্থীকে খারাপ। তারা সমতার ভিত্তিতে ফলাফল চান এবং বোর্ডের মূল্যায়ন প্রক্রিয়ায় শোধরানোর দাবি জানান।

সচিবালয়ে দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল থেকে দ্রুত সময়ের মধ্যে ফলাফল পুনরায় মূল্যায়ন করার দাবি জানান।

এই আন্দোলনের পেছনে শিক্ষার্থীদের অভিযোগ হলো, ফলাফলের ত্রুটির কারণে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন এবং দ্রুত এই সমস্যা সমাধান না হলে তাদের ভবিষ্যৎ ক্ষতির মুখে পড়বে।

Leave Your Comments