কবে হতে পারে এইচএসসি 'র রেজাল্ট

Date: 2024-09-19
news-banner

স্বাধীন ডেস্ক :

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার কিছু অংশ অনুষ্ঠিত হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল তৈরি করা হবে। তবে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল প্রস্তুত করা হবে পরীক্ষার্থীদের এসএসসি এবং জেএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে।

বোর্ডের কর্মকর্তাদের মতে, আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের প্রস্তাবনায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে অক্টোবরের মাঝামাঝি সময়ে ফলাফল প্রকাশ সম্ভব হতে পারে। তবে, প্রস্তাব অনুমোদনে দেরি হলে ফল প্রকাশ পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে, তার একটি প্রস্তাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রস্তাবনায় বলা হয়েছে, বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এসএসসি পরীক্ষার ৭৫ শতাংশ নম্বর এবং জেএসসি পরীক্ষার ২৫ শতাংশ নম্বর সমন্বয় করে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল নির্ধারণ করা হবে।

Leave Your Comments