হত্যাসহ চার মামলা সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে

Date: 2024-10-01
news-banner

সিরাজগঞ্জে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনটি হত্যা ও অস্ত্র উদ্ধারের মামলায় তাদের মৌলভীবাজার জেলার বর্ষীজোড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সিরাজগঞ্জে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ শহরে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে হত্যা করার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১২ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানিক দল মৌলভীবাজারের সোনাপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এমপি ও তার স্বামীকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, ৪ আগস্ট সিরাজগঞ্জে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন এবং যুবদল কর্মী আব্দুল লতিফকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ আগস্ট নিহত রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন, নিহত সুমনের বাবা গঞ্জের আলী এবং আব্দুল লতিফের বোন মোছা. সালেহা খাতুন বাদী হয়ে এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ শতাধিক নেতাকর্মীকে আসামি করে তিনটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আরও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave Your Comments